প্যারিস অলিম্পিকে পঞ্চম দিনে এসে প্রথম পদকের দেখা পেয়েছে আর্জেন্টিনা। বিএমএক্স ফ্রিস্টাইল সাইক্লিংয়ে ছেলেদের পার্ক ইভেন্টে দেশকে সোনা এনে দিয়েছেন হোসে টরেস গিল।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ইভেন্টে দুটি রেসেই দারুণ করেছেন টরেস। প্রথম রেসে সেরা স্কোর করেন। ৯৪.৮২ পয়েন্ট নিয়ে স্বর্ণ জেতেন।
রৌপ্য জিতেছেন গ্রেট ব্রিটেনের কাইরান রিলি। প্রথম রেসে ৯৩.৭০ স্কোর করা রিলি দ্বিতীয় রেসে করেন ৯৩.৯১ পয়েন্ট।
ব্রোঞ্জ জিতেছেন প্রথম রেসে শুরুতে ছিটকে যাওয়া ফ্রান্সের অ্যান্থোনি জিয়ানজিয়ান। ৩.২২ স্কোর গড়ে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় রেসে ঘুরে দাঁড়ান দারুণভাবে। ৯৩.৭৬ স্কোর গড়ে ব্রোঞ্জ জিতে নেন স্বাগতিক তারকা।








