কামরাঙা খাচ্ছেন নাকি বিষ!
সুন্দর,রসালো,খেতে সুষাদু এই ফলটির নাম কামরাঙা। কামরাঙা খায়না এমন মানুষ খুব কমই আছে। কামরাঙ্গা কাঁচা টক অবস্থায় যেমন সুস্বাদু, তেমনি পাকা মিষ্টি অবস্থায়ও অনেক উপাদেয়। এছাড়া এতে রয়েছে ঔষুধি গুন। সাধারণত ফল হিসেবে কাঁচা বা পাকা কামরাঙ্গা বেশ জনপ্রিয়। শুধু বাংলাদেশ নয়, এশিয়ার অনেক দেশে মানুষ,ডায়াবেটিসসহ আরো কিছু রোগের চিকিৎসায় প্রচুর কামরাঙ্গা খেয়ে থাকে।