এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্যারিস অলিম্পিকে সপ্তম দিনে এসে সপ্তম সোনার দেখা পেয়েছে সাউথ কোরিয়া। আর্চারির মিশ্র দলগত ইভেন্টে সোনা জিতেছে দেশটি। আসরে সবমিলিয়ে তাদের ১৫তম পদক এটি। অন্যদিকে নিজেদের চতুর্থ পদক পেতে ব্যর্থ হয়েছে ভারত।
জার্মানিকে ৬-০ ব্যবধানে হারিয়ে কোরিয়াকে সোনা এনে দিয়েছেন শিইউন লিম ও উজিন কিম। রৌপ্যপদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে জার্মানির মাইকেল ক্রোপেন ও ফ্লোরিয়ার উনরুহকে।
আসরে শুটিংয়ের তিনটি ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছে ভারত। আচার্রির এ ইভেন্টেও দেশটির সামনে সুযোগ ছিল ব্রোঞ্জ জেতার। যুক্তরাষ্ট্রের কাছে হারেন অঙ্কিতা বখত ও ধিরাজ বোম্মাদেভারা। ভারতকে ৬-২ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেন যুক্তরাষ্ট্রের কেসি কাউফোল্ড ও বার্ডি এলিসন।








