গত এক দশকের মধ্যে বাংলা নাটকের ইতিহাসে অন্যতম মাইলফলক হয়ে আছে ‘বড় ছেলে’। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই টেলিফিল্মটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর। মুক্তির পর থেকেই এটি দর্শকের মনে আলাদা জায়গা করে নেয়।
নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। প্রতি বছর ৫ সেপ্টেম্বর এলেই তাই ‘বড় ছেলে’র স্মৃতি উসকে যায় ভক্তদের পাশাপাশি অভিনেতার মনেও।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) নাটকটির আট বছর পূর্ণ হয়েছে। এদিনও স্মৃতিকাতর হয়ে পড়েন অপূর্ব। নিজের অনুভূতি জানিয়ে তিনি ফেসবুকেও লিখেন।
অপূর্ব জানান, ‘বড় ছেলে’র মাধ্যমে তিনি যে ভালোবাসা পেয়েছেন, এত বছরেও কোনো কাজ দিয়ে তা ছাড়িয়ে যেতে পারেননি। এখনো নাটকটি নিয়ে নিয়মিত বার্তা পান দর্শকের কাছ থেকে।
অপূর্ব এদিন লিখেন, “৫ সেপ্টেম্বর ২০১৭ সালে রিলিজ পায় ‘বড় ছেলে’। আজ এই টেলিফিল্মের বয়স ৮ বছর হলো। এই দিনটা আমার ক্যারিয়ারের অন্যতম স্পেশাল একটা দিন। ধন্যবাদ আরিয়ানকে এতো সুন্দর একটা গল্পে কাজ করার জন্য।”
এরপরেই অপূর্ব লিখেন, ‘বড় ছেলে’ নাটক দিয়ে যেই ভালোবাসা আমি পেয়েছি, এখনো কোন কাজ দিয়ে ছাড়িয়ে যেতে পারিনি। ৮ বছর পর এসেও এখনো এই নাটক নিয়ে বিভিন্ন মেসেজ পাই।”
আশা প্রকাশ করে নাটকের এই সুপারস্টার বলেন,“আশা করি পরের প্রজন্ম এসেও ‘বড় ছেলে’ নিয়ে তাদের ভালোবাসা দেখাবে।”
২০১৭ সালের ৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া নাটকটিতে অপূর্বর বিপরীতে ছিলেন মেহজাবীন চৌধুরী। এছাড়াও অভিনয় করেন খালেকুজ্জামান, শেলী আহসান, শান্তা রহমান, গোলাম রব্বানী মিন্টু প্রমুখ।








