এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সরকারের ৯ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য সাতজনকে পদন্নতি দিয়ে সচিব করা হয়েছে। আর দুজনকে বদলির মাধ্যমে পদায়ন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মিজ আলেয়া আক্তারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে, মো. কামাল উদ্দিনকে সংস্কৃতি, মো. তাজুল ইসলামকে পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), মো. মিজানুর রহমান এনডিসিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া মোহাম্মদ আবদুর রউফকে সেতু বিভাগে, জাহেদা পারভীনকে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগে, মাহবুবুর রহমানকে বাণিজ্যে, মো. মাহমুদুল হোসাইন খানকে পরিকল্পনা কমিশনের সদস্য এবং মো. মোস্তাফিজুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।








