বিয়ে করছেন পশ্চিমবঙ্গের তারকা শিল্পী অনুপম রায়। আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।
অনুপমের হবু স্ত্রীর নাম নাম প্রস্মিতা পাল। তিনিও টলিউডের জনপ্রিয় একজন সংগীতশিল্পী। তার গাওয়া অসংখ্য গানের মধ্যে আছে তোমায় নিয়ে গল্প হোক, পারবো না ছাড়তে তোকে, সানজানার মতো তুমুল হিট গান।
বিয়ে প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে অনুপম বলেন, ‘পাত্রী প্রস্মিতা। সই-সাবুদ করেই বিয়েটা হবে। দেখা যাক কী হয়! আমি আশাবাদী বলেই বিয়ে করছি।’
টলিউড থেকে কারা থাকবেন অনুপম-প্রস্মিতার বিয়েতে, সে সব নিয়ে এখনই আলোচনায় যাচ্ছেন না গায়ক।
এর আগে ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। একই কলেজে পড়ার সুবাদে প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেম। সেই প্রেম পরিণতি পায় ২০১৫ সালে। বিয়ের ছয় বছরের মাথায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন পিয়া ও অনুপম।
View this post on Instagram
সূত্র: আনন্দবাজার








