এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জামালপুর জেনারেল হাসপাতালের দুর্নীতি ও অনিয়ম বন্ধে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
রোববার (১১ আগস্ট) দুপুরে হাসপাতালের কয়েকটি বিভাগ পরিদর্শন শেষে রোগীদের কাছ থেকে পাওয়া অভিযোগ শুনে এই আল্টিমেটাম দেয়া হয়।
এসময় সমন্বয়করা জানান, সরকারি হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ, নিম্নমানের খাবার, দালালদের দৌরাত্ম এবং অনিয়ম ও দুর্নীতির জন্য দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের। রোগীদের দুর্ভোগ কমাতে ও হাসপাতাল সঠিকভাবে পরিচালনার জন্য এই আল্টিমেটাম দেয়া। এর মধ্যে সবকিছু ঠিক না হলে আন্দোলনে যাবার হুঁশিয়ারী দেন শিক্ষার্থীরা।








