এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২২ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ ফ্রেরুয়ারি (বুধবার) রাজধানীর হোটেল শেরাটনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ২০২২ অর্থবছরের অর্জনের উপর আলোকপাত করা হয় এবং এসএমসির ১২টি আঞ্চলিক অফিসের সেলস টিমের কর্মীদের বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও সম্মেলনে বিগত অর্থবছরের পারফরমেন্স উপস্থাপন করেন কোম্পানির জেনারেল ম্যানেজার সি এন মন্ডল। তিনি বলেন, কোম্পানির আয় ২০২১ অর্থবছরের ১২ মাসের পারফরমেন্স এর তুলনায় ২০২২ অর্থবছরে ১৬ শতাংশ বেশি।
অনুষ্ঠানে এসময় এসএমসির বোর্ড অব ডিরেক্টরস এর চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম, বোর্ড অব ডিরেক্টরস এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং জনাব সিদ্দিকুর রহমান চৌধুরী। এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তছলিম উদ্দিন খান, এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক, ইউএসএআইডি-প্রতিনিধিসহ এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অধিদপ্তরের অন্যতম উল্লেখযোগ্য পার্টনার হিসেবে এসএমসি পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে কাজ করে আসছে।







