চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘ওষুধের কাঁচামাল রপ্তানিতে ২০-৩০ বিলিয়ন ডলার রপ্তানি আয় করা সম্ভব’

ওষুধের কাঁচামাল উৎপাদন হয় বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশে। যদি সঠিকভাবে প্রস্তুতি নেয়া যায়, বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী কাচামাল উৎপাদন করা যায় তাহলে সস্তা ও মানসম্মত এপিআই থেকেই ২০-৩০ বিলিয়ন ডলার রপ্তানি আয় করা সম্ভব বলে মন্তব্য করেছেন ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির।

আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটে ওষুধ শিল্প ও স্বাস্থ্যখাত নিয়ে আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এলডিসি গ্রাজুয়েশনের পরে পেটেন্টসহ নানা রকম সুবিধা হারানোর চ্যালেঞ্জ মোকাবিলায় ওষুধ শিল্পখাতে গবেষণা বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনীতির সম্ভাবনা তুলে ধরে বহুজাতিক প্রতিষ্ঠানের বিনিয়োগ ও প্রযুক্তি আনায় জোর দিতে হবে। সঠিক প্রস্তুতি নিতে পারলে কম উৎপাদন খরচের সুবিধা কাজে লাগিয়ে ওষুধ ও ওষুধের কাঁচামাল রপ্তানিতে ২ থেকে ৩ হাজার কোটি ডলারের আয় করা সম্ভব।

উদ্যোক্তারা বলেন, চলতি বছরই ওষুধের বিশ্ববাজারে আকার দাঁড়াবে ১ দশমিক ৫ ট্রিলিয়নে। সেখানে বার্ষিক রপ্তানি ১৮ কোটি ডলার যা ২০২৫ সালে ৪৫ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্য ব্যবসায়ীদের। স্বল্পোন্নত দেশ হিসেবে পেটেন্ট ব্যবহারের সুবিধা পায় বাংলাদেশ। কিন্তু এলডিসি থেকে উত্তরণে ২০২৬ সালের পর সেসব সুবিধা কমতে থাকবে।

তারা বলেন, ওষুধ শিল্পের কাচামাল উৎপাদনে এপিআই পার্ক গড়ে তুলছে সরকার। যেখানে ২৭টি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। তাই আগামীতে ২৬০ বিলিয়নের এপিআই বাজারে বাংলাদেশের সম্ভাবনা তৈরি হবে।

ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে। তাই বহুজাতিক প্রতিষ্ঠানের ওষুধ খাতে বিনিয়োগ করা উচিত। সরাসরি বা যৌথ মালিকানার প্রতিষ্ঠানে বিনিয়োগ হতে পারে। এতে প্রযুক্তি ও গবেষণায় ওষুধ খাত আরও সমৃদ্ধ হবে।

আলোচনায় জানা যায়, দেশের স্বাস্থসেবা খাতের বার্ষিক বাজার ৬৩০ কোটি ডলার, যা বছরে ১০ ভাগ বাড়ছে। করোনাকালেও চিকিৎসা সেবায় ভারতে বছরে ৫০ কোটি ডলার ব্যয় করেছে এদেশের রোগীরা।

বাংলাদেশ মার্কিন বাজারসহ বিশ্বের ১৫৭ দেশে তুলনামূলক কম দামে ওষুধ রপ্তানি করে।

Labaid
BSH
Bellow Post-Green View