জয়পুরহাটে নার্সারি করে সফল হয়েছেন এক উদ্যোক্তা
জয়পুরহাটে ফলদ, বনজ, ঔষধি ও সবজির নার্সারি করে সফল হয়েছেন এক উদ্যোক্তা। বর্তমানে ৭ বিঘা জমিতে চারা উৎপাদন করে প্রতিমাসে লাখ টাকার বেশি আয় করছেন তিনি। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকার নারীদের নার্সারি গড়তে সহায়তা করেছেন এই উদ্যোক্তা।
বিজ্ঞাপন