২০১৪ সালে অ্যাঙ্গেল ডি মারিয়ার রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার ১১ বছর পর সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও এলেন একজন আর্জেন্টাইন। ১৮ বর্ষী ফ্রাঙ্কো মাস্তানতুওনোকে দলে টেনেছেন ফ্লোরেন্তিনো পেরেজ। নতুন ঠিকানায় মাস্তানতুওনোর জানালেন, রিয়াল মাদ্রিদের হয়ে খেলা তার জন্য স্বপ্নের মতো।
২০৩১ সাল পর্যন্ত মাস্তানতুওনোর সাথে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। দুমাস আগেই মাদ্রিদের নজরে এসেছিলেন উঠতি ফরোয়ার্ড। জুনে মাস্তানতুওনোর সাথে চুক্তি এগিয়ে রেখেছিল রিয়াল মাদ্রিদ। ৪৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে রিভার প্লেট থেকে রিয়াল টেনেছে তাকে। আর্জেন্টিনার গণমাধ্যমগুলো দাবি, লস ব্লাঙ্কোসরা কর প্রদানের পর প্রকৃত ব্যয়ের পরিমাণ প্রায় ৬৩ মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদের হয়ে ৩০ নম্বর জার্সি গায়ে জড়াবে তিনি।
রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাকে বিশ্বের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় বলেছেন। বলেছেন, তিনি জানতেন মাস্তানতুওনোর কাছে মাদ্রিদের হয়ে খেলা স্বপ্নের মতো।
রিয়ালে যোগ দেয়ার পর মাস্তানতুওনো প্রথমেই পরিবার এবং রিয়াল সভাপতিকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন সকল আর্জেন্টাইনদের প্রতি। বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আমার জন্য স্বপ্নের ছিল, আর সেই স্বপ্ন পূরণ হয়েছে।’
লস ব্লাঙ্কোস দলে যোগ দিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন, ‘আমি কথা দিচ্ছি মাদ্রিদের জার্সির জন্য আমি সব করতে পারবো। আমি আমার জীবনের সব ছেড়ে দেবো এর জন্য।’








