গত সপ্তাহের মঙ্গলবার রাতেই কলকাতার নজরুল মঞ্চে কনসার্ট শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউডের প্রখ্যাত শিল্পী কেকে। এরমধ্যেই এলো তার গাওয়া শেষ গান।
কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির ‘শেরদিল’ ছবিতে শোনা যাবে তার গান। কেকে’র শেষ রেকর্ড করা গান সামনে আসতেই যেন আরও একবার আবেগে ভাসল তার ভক্তরা।
গত রবিবার সৃজিত সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, সোমবার প্রকাশ্যে আসবে কেকে-র শেষ গান। গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে সৃজিতের ‘শেরদিল’ ছবির জন্য ‘ধুপ পানি বেহনে দে’ গানটি গেয়েছেন তিনি। ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ ছবিটিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, নীরজ কাবি, সায়নী গুপ্ত।
গত মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় নজরুল মঞ্চে গুরুদাস কলেজ আয়োজিত কনসার্টে সংগীত পরিবেশনের পর দ্রুত হোটেলে ফিরে যান কেকে। এরপর রাত ১০টার দিকে মধ্য কলকাতার পাঁচ তারকা হোটেল থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সঙ্গে সঙ্গে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।







