বুধবার সকালে সৌদি আরবের বাদশাহ সালমানের পক্ষে মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আব্দুল আজিজ পবিত্র কাবাঘরের ভেতরের অংশ পরিস্কার করেছেন। সেই সাথে আরবি নতুন বছরের শুরুতেই কাবা ঘরের বাইরের গিলাফও পরিবর্তন করা হয়েছে। এই পরিচ্ছন্নতার কাজে অংশ নিয়েছেন, সৌদি আরবের দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট শেখ আবদুল রহমান আল-সুদাইস, বেশ কয়েকজন রাজপুত্র, দেশটির উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং একদল বিশিষ্ট সৌদি নাগরিক।
বিজ্ঞাপন