ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তবে সম্প্রতি অন্যান্য তারকাদের মতো ‘পিঙ্ক’ খ্যাত অভিনেত্রী ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নেন। এটাই প্রথমবার যখন তিনি এমন কোন সেশন করলেন।
সেই সেশনেই অভিনেত্রীকে তার ভক্তরা নানান বিষয়ে প্রশ্ন করেন। যেখানে তার ব্যক্তিগত জীবন, প্রেম এবং প্রেমিককে নিয়েও একাধিক প্রশ্ন করা হয়। তারই মাঝে অভিনেত্রীর এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন, ‘কবে বিয়ে করছেন?’ যার উত্তরে ‘থাপ্পড়’ খ্যাত অভিনেত্রী বলেন, ‘এখনও গর্ভবতী হইনি।’ একই সঙ্গে তিনি লেখেন, ‘এখনই করছি না আপাতত। যখন করব আপনাদের সবাইকে জানাব।’
গত ৯ বছর ধরে ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তাপসী। তবুও তার মধ্যে বিয়ের কোন তাড়া নেই, সে যতই তার সমসাময়িক অভিনেত্রী, বন্ধুরা বিয়ে করুক, তাদের সন্তান হোক না কেন। তিনি তার মতো খুশি আছেন বলেই জানান।
কিন্তু তিনি কেন এতটা সোশ্যাল মিডিয়া বিমুখ? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি যখন সোশ্যাল মিডিয়ায় যুক্ত হই তখন সেটার মূল উদ্দেশ্য ছিল মানুষকে একে অন্যের সঙ্গে যুক্ত করা। কথা বলা, মোদ্দা কথা একটা সুস্থ, স্বাভাবিক পরিবেশ গড়ে তোলা। এখন এখানে টক্সিসিটি ছড়ায় লোকজন। সবাই সেই একটা সুযোগের অপেক্ষা করে বসে থাকে, যেন সে অন্য কাউকে হেয় করতে পারে। আমার এগুলো ভালো লাগে না তাই দূরে থাকি।’
একই সঙ্গে অভিনেত্রী এদিন তার আগামী প্রজেক্টের বিষয়েও কথা বলেন। জানান তিনি বর্তমানে তার আগামী তামিল ছবি ‘এলিয়েন’-এর শুটিং করছেন। অন্যদিকে রাজকুমার হিরানির ছবি ‘ডাঙ্কি’র শুটিং করেছেন কদিন। তবে ছবির ফার্স্ট লুক কবে আসবে, কোনও তথ্য পাওয়া যাবে কী এসব প্রশ্নে তিনি সাফ জানান এগুলো পরিচালক বেশ ভালো বলতে পারবেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিজ্ঞাপন