ক্যাম্পাসে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, সাংবাদিকের ওপর হামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ওপর গতকাল শনিবার হামলার প্রতিবাদে রবিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ভিসির বাস ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এসময় তারা সাংবাদিকদের উপর হামলা করে। কয়েকটি ক্যামেরা ভাঙচুর করে।

বাস ভাড়া নিয়ে হেলপার ও সুপারভাইজারের সাথে তর্কের জেরে রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের গতকালের সংঘর্ষের ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষের সময় আগুন দেওয়া হয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের বেশ কয়েকটি দোকানে ও বিনোদপুর গেট পুলিশ বক্সে। রাত ১০টার দিকে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে সেখানে কয়েক প্ল্যাটুন বিজিবি। পরে রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

সংঘর্ষের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১২ মার্চ) ও সোমবার (১৩ মার্চ) অনিবার্য কারণবশত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ১৪ মার্চ মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি চলবে।

বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়