এ বছর জিৎ, পরের বছর শাকিব!

কলকাতার নায়ক জিৎকে নিয়ে সেখানে ‘মানুষ’ নামে একটি ছবি বানিয়েছেন বাংলাদেশের নাট্যনির্মাতা সঞ্জয় সমদ্দার। একাধিক আলোচিত নাটক বানিয়ে এ ছবির মাধ্যমে ‘ফিল্ম ডিরেক্টর’ হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। ছবির শুটিং শেষ হয়েছে, পশ্চিমবঙ্গে মুক্তি পাবে আগামী ২৪ নভেম্বর।

তার আগে মঙ্গলবার সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘মানুষ’ ছবিতে জিতের লুক প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চোখ লাল করে ডান হাতে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছেন জিৎ। তার চোখে মুখের অভিব্যক্তি বলছে, চারপাশ জুড়ে কী যেন এক উদ্বেগ! যেন প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হচ্ছেন জিৎ!

কলকাতার সিনেমায় সঞ্জয় তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, ডিরেক্টর যে ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’ সেটা শুটিং করতে গিয়ে অভিজ্ঞতা হয়েছে। তছাড়া তারা সবদিক দিয়ে প্রফেশনাল, পরিচালক হিসেবে যথেষ্ট সম্মান পেয়েছি। জিৎ দাদা সুপারস্টার হিসেবে যেমন, একজন মানুষ হিসেবেও গুড হিউম্যান বিং।

লুকটি প্রকাশের পর ঢাকার শোবিজের সহকর্মীদের প্রশংসা পাচ্ছেন সঞ্জয়। একাধিক নির্মাতারা এই ছবির লুক পোস্টারটি শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ ফেসবুক মন্তব্যে বলছেন, পশ্চিমবঙ্গের সুপারস্টারকে নিয়ে ছবি বানালেন, নিজের দেশের সুপারস্টারকে নিয়ে কবে বানাবেন?

সঞ্জয় বলেন, আমিও চাচ্ছি শাকিব ভাইয়ের সঙ্গে সিনেমা হোক। এখন তিনি চাইলেই হবে। সিনেমা যেহেতু বড় ব্যাপার সবকিছু ব্যাটেবলে মিলে যাওয়ার একটি প্রক্রিয়া থাকে। আমাদের মধ্যে একাধিকবার কথাবার্তা হয়েছে। আলাপ যে পর্যায়ে আছে তাতে শাকিব ভাইয়ের সঙ্গে হয়তো ২০২৪-এ আমার সিনেমা আসবে!

‘মানুষ’ মুক্তি পাচ্ছে জিতের নিজের প্রডাকশন হাউজ থেকে। ছবিটি হিন্দি ভাষাতেও মুক্তি দেয়া হবে। সঞ্জয় জানান, সেভাবেই ট্রেলার বানানো হচ্ছে।  তিনি বলেন, ফেইথ, ফাইট এবং রিয়েলিটি এই তিনটি বিষয়কে উপজীব্য করে ‘মানুষ’ বানানো হয়েছে।

এই ছবিতে জিতের বিপরীতে আছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। লুক প্রকাশের পর থেকে ”বাংলাদেশে ‘মানুষ’ মুক্তি পাবে?” এই প্রশ্নটি সঞ্জয়কে বেশি শুনতে হচ্ছে।

উত্তরে চ্যানেল আই অনলাইনকে সঞ্জয় সমদ্দার বলেন, এটা প্রডাকশন হাউজ জানে। আমি এখনও কিছু জানতে পারিনি। তবে বাংলাদেশে মুক্তি দিতে পারলে আমার অনেক ভালো লাগবে। কারণ, আমাদের দেশের সিনেমাপ্রেমীরা বা আমার কাজ যারা পছন্দ করেন তারা অনেক আগ্রহ দেখাচ্ছেন।

বিজ্ঞাপন

কলকাতাজিৎঢাকাবিদ্যা সিনহা মিমমিমলিড বিনোদনশাকিব খানসঞ্জয়সঞ্জয় সমদ্দারসিনেমা