ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রুশ বাহিনীর তুমুল গোলাবর্ষণে রুশ বাহিনীর দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।
এনডিটিভির খবরে বলা হয়, সোমবার এই গোলাবর্ষণ হয় বলে জানিয়েছে দেশটির আঞ্চলিক গভর্নর।
গতমাসে ইউক্রেনের সেনাবাহিনী রুশ বাহিনীর কাছ থেকে খেরসনের দখল ফিরিয়ে নেয়। এটিকে ইউক্রেনের সেনাবাহিনীর জন্য বিশাল বিজয় হিসেবে দেখা হয়।
গভর্নর ইরোস্লাভ ইয়ানুশেভিছ টেলিগ্রামে বলেন, রুশ বাহিনীর হামলায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। রুশ বাহিনীর এ হামলাকে ব্যাপক গোলাবর্ষণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
ইরোস্লাভ বলেন, জরুরি পরিষেবা বাহিনী ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। যুদ্ধ শুরুর আগে খেরসনের জনসংখ্যা ছিল অন্তত তিন লাখ। কিন্তু রুশ বাহিনীর হামলার জেরে বহু লোক শহরটি ছাড়ে।
চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ বাহিনী। এরপর আজ পর্যন্ত টানা ২৯২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।







