বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন র‌্যাশফোর্ড

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ড। দুর্ঘটনায় তার ব্যবহৃত রোলস রয়েস গাড়িটির বেশ ক্ষয়ক্ষতি হলেও কোনো ক্ষতি হয়নি এ তারকার। বেঁচে গেছেন বড় ধরণের চোট থেকে।

শনিবার বার্নালির বিপক্ষে ১-০ গোলে জয়ের পর টার্ফ মুর থেকে দলের সাথে ক্লাবে ফেরেন র‌্যাশফোর্ড। ট্রাফোর্ড ট্রেনিং সেন্টার থেকে দূরে যাওয়ার সময় তার গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে, ২৫ বর্ষী তারকা এ ঘটনায় ‘শঙ্কিত’ হলেও মারাত্মক চোটের হাত থেকে বেঁচে গেছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে র‌্যাশফোর্ডের গাড়ির বাঁ পাশের পেছনের অংশে একটি বড় গর্ত হয়ে গেছে। গাড়িটি একটি ট্রাফিক বিভাজনে দ্রুতগতিতে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনার পর ক্যারিংটন বেসে যাওয়ার পথে ক্লাবের অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস এসেছিলেন ইংলিশ তারকাকে সাহায্য করতে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে অ্যাম্বুলেন্স ডাকা হয়নি, এমনকি কাউকে গ্রেফতারও করা হয়নি।

র‌্যাশফোর্ডের কাছে রোলস রয়েসের এমন তিনটি গাড়ি ছিল। যেটি দুর্ঘটনার শিকার হয়েছে তার দাম সাত লাখ ইউরো। এছাড়া সম্প্রতি র‌্যাশফোর্ড ম্যাকলারেন ৭৬৫ লং টেইল এবং ল্যাম্বোরগিনি কিনেছেন।

বিজ্ঞাপন

ইপিএলবার্নলিব্রুনোম্যানচেস্টার ইউনাইটেডর‌্যাশফোর্ডলিড স্পোর্টস