ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছে, পুতিন ইউক্রেনের সাথে দীর্ঘস্থায়ী যুদ্ধ চাচ্ছে। শুক্রবার (২৩ জুন) আমেরিকান চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে ইমানুয়েল বলেন, “ইউক্রেনের চলমান পাল্টা আক্রমণ পুতিনকে আলোচনায় নিয়ে আসতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।”
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, “আমি মনে করি এই পাল্টা আক্রমণের উদ্দেশ্য হল, রাশিয়ানদের আলোচনার জন্য চাপ দেয়া।”
যুদ্ধরত পরিস্থিতি থেকে পুতিন কী কখনো পিছাবেন, এমন প্রশ্নের উত্তরে ইমানুয়েল বলেন, পাল্টা আক্রমণের কারণে যদি বড় ধরণের পরিবর্তন হয়, তাহলে এটাও সম্ভব।
তিনি বলেন, “পুতিন চাচ্ছে ইক্রেনের সাথে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ হোক। এছাড়া রাশিয়া আফ্রিকাতেও একটি অস্থিতিশীল শক্তি হিসেবে কাজ করছে।”
ইমানুয়েল ম্যাক্রোঁ গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যস্থতাকারী হিসাবে ভূমিকা পালন করতে চেয়েছিলেন। যুদ্ধ বিষয়ে পুতিনকে আর ফোন করবেন কিনা এই প্রশ্নের উত্তরে ইমানুয়েল বলেন, “আমার কাছে এখন পুতিনকে ফোন করার কোনো মানে নেই। তবে যদি কখনো কিছু প্রস্তাব করার মতো বিষয় থাকে, তাহলে হয়তো ফোন দেয়া হবে।”
বিজ্ঞাপন