যে কারণে ভারত ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রিয়াঙ্কা

বলিউডে একসময় চুটিয়ে কাজ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যে সময় পুরুষ অভিনেতা ছাড়া কারও কপালে ‘তারকা’ তকমা জুটত না, সেই সময় বলিউডে দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি!

নারী প্রধান ছবির জোয়ার যখন বলিউডে আসে, তখন একের পর এক ছবিতে নজর কেড়েছে তার কাজ। তবে এত সাফল্যের পরও নিজের কর্মজীবনের শিখরে থাকাকালীন বলিউড ছাড়েন তিনি। কিন্ত কেন?

সম্প্রতি সেই প্রসঙ্গেই পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। আর তখনেই এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন ‘কৃষ’ খ্যাত এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘আমি আগে কখনও যা বলিনি, তা আজ বলছি…’। প্রিয়াঙ্কার কথায়, ‘সেসময় আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক ঘরে করে দেওয়া হয়েছিল। আমাকে ছবিতে কাস্ট করা বন্ধ করা হয়েছিল। আমি ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতিতে ক্লান্ত হয়ে পড়ি। আর পেরে উঠছিলাম না। মনে হল একটা বিরতি দরকার।’

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘সেসময় মিউজিক আমায় অন্য একটি দুনিয়ার অংশ হওয়ার সুযোগ করে দেয়। আমার ম্যানেজারের পরামর্শে আমি আন্তর্জাতিক মিউজিক ভিডিওতে কাজ করি।’ আমাকে বলা হয়েছিল, ‘কাজ পেতে হলে কিছু দল, গোষ্ঠীর সঙ্গে মেলামেশা করতে হবে। অথচ ততদিনে আমি অনেক কাজ করে ফেলেছি। তাই ওরা আমার ক্যারিয়ার নষ্ট করতে উঠে পড়ে লেগেছিল। আমাকে ওদের ছবি থেকেই শুধু বাদ দেওয়া হয়নি, বাকিরাও যেন না নেয়, তার জন্য উঠে পড়ে লেগেছিল ওরা। সেসময় মিউজিকের হাত ধরেই ঠিক করে ফেলি আমেরিকা চলে যাব।’

প্রিয়াঙ্কা জানান, সেসময় মার্কিন মুলুকের তারকা গায়ক পিটবুল, উইল.আই.অ্যাম (উইলিমায় জেমস অ্যাডামস), ফ্যারেল উইলিয়ামস, মার্কিন র‍্যাপার জায়েজদের সঙ্গে কাজ করেছি। তখন বুঝলাম, আমার মিউজিকের ক্যারিয়ার এখনো শেষ হয়নি। পরবর্তী সময়ে আমি মার্কিন মুলুকে অভিনয়েও ক্যারিয়ার গড়তে শুরু করি।’

হলিউড প্রজেক্ট ‘কোয়ান্টিকো’তে কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় প্রিয়াঙ্কাকে। পরবর্তীতে ‘বেওয়াচ’, ‘ম্যাট্রিক্স: রেভোলিউশনস’, ‘দ্য হোয়াইট টাইগার’-এ দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। এছাড়াও শিগগির আসছে তার ‘সিটাডেল’ প্রজেক্ট। একই সঙ্গে মুক্তির অপেক্ষায় রয়েছে প্রিয়াঙ্কার হলিউড ছবি ‘লাভ এগেইন’।

সূত্র: কইমই

গানপ্রিয়াঙ্কাপ্রিয়াঙ্কা চোপড়াবলিউডমিউজিকসিনেমাহলিউড