প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলায় খুবই আন্তরিক: খায়রুজ্জামান লিটন

রাজশাহী সিপাইপাড়া যুব সংঘের উদ্যোগে সিপাইপাড়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ মার্চ বিকেলে টিচার্স ট্রেনিং কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী ক্রীড়াঙ্গণের রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। রাজশাহীতে ফুটবল, হকি, ক্রিকেট একাডেমি রয়েছে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলায় খুবই আন্তরিক। তাঁর আন্তরিকতার ফলে দেশে ক্রীড়াঙ্গণের আসরে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রয়েছে। শেখ কামাল যুব গেমসসহ বিভিন্ন বড় বড় আসরে ক্রিড়া প্রতিযোগিতা অব্যাহত আছে। সম্প্রতি দেশে ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে মেয়েরা ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় সাফল্য দেখিয়েছে।

সিপাইপাড়া যুব সংঘের সভাপতি জানে আলম খান জনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহীর অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলী খান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহসানুল হক পিন্টু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ হাফিজুর রহমান বাবু ।

অনুষ্ঠানে টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন সিপাইপাড়া আরএস এন্টারপ্রাইজ ও রানার্স আপ সিপাইপাড়া নাইট রাইডার্স ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি।

বিজ্ঞাপন