ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইয়ে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে লড়াইটা ছিল ম্যানচেস্টার সিটির। প্রথমার্ধে লিড পাওয়া সিটি দ্বিতীয়ার্ধের শুরুতেই হারায় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে। প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতি করায় লাল কার্ড দেখেন রদ্রি হের্নান্দেজ। দশজনের দল নিয়েও জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল।
ইতিহাদ স্টেডিয়ামে নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ছয় ম্যাচের সবকটিতেই জয়ের দেখা পেল সিটিজেনরা।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে সিটি। সপ্তম মিনিটে কেইল ওয়াকারের বাড়ানো বল থেকে সিটিজেনদের লিড এনে দেন পিল ফোডেন। ১৪তম মিনিটে ম্যাথেউস লুইসের পাস থেকে অতিথি দলের জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হালান্ড। প্রথমার্ধে আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানে বিরতিতে যায় দুদল।
বিরতির পর খেলা শুরু হলে ৪৬তম মিনিটে মাঠের কোণায় সংঘের্ষে লিপ্ত হন সিটি মিডফিল্ডার রদ্রি ও নটিংহ্যাম ডিফেন্ডার গিবস হোয়াইট। রদ্রি হোয়াইটকে গলা চেপে ধরে ধাক্কা দিয়ে টার্ফে ফেলে দেয়। এ ঘটনায় লাল কার্ড দেখতে হয় রদ্রিকে। আর হোয়াইটকে দেখতে হয় হলুদ কার্ড।
দশজনের দল নিয়ে পুনরায় লড়াইয়ে মাতে সিটি। গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে অবশ্য খেলায় কিছুটা পরিবর্তন আনতে হয় সিটিকে। শেষ অবধি ব্যবধান বাড়াতে না পারলেও কোনো গোল হজম করতে হয়নি ইংলিশ জায়ান্টদের। ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক দল।
বিজ্ঞাপন