বিশ্বকাপের শুরুতে অনিশ্চিত নাসিম

ডান কাঁধের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে খেলতে পারেননি নাসিম শাহ। কতদিনের মধ্যে তিনি সেরে উঠতে পারেন, এ ব্যাপারে কিছুই জানায়নি পিসিবি। পাকিস্তানি অধিনায়ক বাবর আজম ইঙ্গিত দিয়েছেন, ২০ বর্ষী পেসার বিশ্বকাপের শুরুতে নাও খেলতে পারেন।

আগামী ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে পাকিস্তান। টুর্নামেন্টের শুরু থেকেই নাসিম ফিট থাকবেন কিনা, তা নিয়ে অনিশ্চিত বাবর। বললেন, ‘আমার মতে নাসিম শাহ পরবর্তীতে বিশ্বকাপে যুক্ত হবে। দেখি কী হয়।’

নাসিমের চোট কতটা গুরুতর, সেটির বিস্তারিত জানায়নি পিসিবি। বর্তমানে তিনি দুবাইতে ডান কাঁধের নিচের পেশির আঘাতের জন্য স্ক্যান করাচ্ছেন।

গত সোমবার ভারতের বিপক্ষে ডেথ ওভারে বোলিং করছিলেন। ওভারের মাঝখানে হঠাৎ মাঠ ছাড়েন। এরপরই এশিয়া কাপ থেকে ছিটকে যান।

এদিকে, পিঠের ডানপাশে চোট পাওয়া আরেক পেসার হারিস রউফ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে না পারলেও স্কোয়াডেই ছিলেন। বিশ্বকাপ শুরুর আগে তিনি ফিট হবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩নাসিমপাকিস্তানবাবরলিড স্পোর্টসহারিস