ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনেতা হিল্লোল ও নওশীন সুখী দম্পতি। এবার তাদের ঘরে এলো নতুন অতিথি।
বুধবার (১৩ জুলাই) তাদের ঘরে জন্ম নেয় কন্যা সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নওশীন-হিল্লোল দুজনেই। সদ্যজাত মেয়ের ছবি পোস্ট করে নওশীন জানান, মেয়ের নাম রাখা হয়েছে মাহভীশা আদনান সায়িদা। জন্ম হয়েছে ১৩ জুলাই, ২০২২, নিউইয়র্ক, স্থানীয় সময় ১২টা ৩১ মিনিটে।
হিল্লোল জানান, সেখানকার উইনথ্রপ ইউনিভার্সিটি হাসপাতালে মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন। তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন হিল্লোল।
অভিনয়ে অনিয়মিত ওই তারকা দম্পতি দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন। ২০১৩ সালে বিয়ে করেন এই দম্পতি। বর্তমান হিল্লোল ব্যস্ত ফুড ভ্লগিং নিয়ে।
বিজ্ঞাপন