এ বছরও আয়োজন করা হয়েছে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’

জাতীয় বাজেট ঘোষণার প্রাক্কালে চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’ প্রতিবছরের মতো এ বছরও আয়োজন করেছে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ কার্যক্রমের। এবারের প্রথম আয়োজন সিরাজগঞ্জের চরমালশাপাড়ায়। উপস্থিত ছিলেন প্রায় তিন হাজারের মতো কৃষক। তারা তুলে ধরেছেন কৃষিতে নানান সমস্যা এবং বাজেটে তাদের চাওয়া পাওয়ার দাবি।

বিজ্ঞাপন

কৃষকের বাজেটকৃষি বাজেটসিরাজগঞ্জহৃদয়ে মাটি ও মানুষ