বাহারি আর সুস্বাদু খাবারে জমজমাট রাজধানীর ধানমন্ডির ইফতার বাজার। অভিজাত হোটেলগুলোর পাশাপাশি বরাবরের মতো ফুটপাতেও বসেছে ইফতারসামগ্রীর পসরা। শাহী হালিমের পাশাপাশি বেশি বিক্রি হচ্ছে জিলাপি ও মুরগির মাংসের নানা পদ। তবে এবার দাম বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা।
বিজ্ঞাপন