অভিজাত হোটেলের পাশাপাশি ফুটপাতেও ইফতারসামগ্রীর পসরা

বাহারি আর সুস্বাদু খাবারে জমজমাট রাজধানীর ধানমন্ডির ইফতার বাজার। অভিজাত হোটেলগুলোর পাশাপাশি বরাবরের মতো ফুটপাতেও বসেছে ইফতারসামগ্রীর পসরা। শাহী হালিমের পাশাপাশি বেশি বিক্রি হচ্ছে জিলাপি ও মুরগির মাংসের নানা পদ। তবে এবার দাম বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা।

বিজ্ঞাপন

ইফতারইফতার বাজারখাবারপাশাপাশিরমজান ২০২৩ ভিডিও