মানুষ আগে খাদ্য চায়, তারপর গণতন্ত্র-সুশাসন: পরিকল্পনা মন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানুষ আগে খাদ্য চায়, তারপর চায় গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার। ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার- আইজিএস এর আলোচনায় মন্ত্রী বলেন, সিংহভাগ মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়েই সরকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে। তিনি বলেন, লাঠিসোটা নিয়ে রাস্তা দখল করে কোনো সমস্যার সমাধান হবে না, সরকার ভুল করে থাকলে সংবিধানের মাঝে থেকেই সমাধান খুঁজতে হবে।

বিজ্ঞাপন

পরিকল্পনা মন্ত্রীমানুষ