প্রিয়জনের সঙ্গে ঈদ-উল-আজহা উদ্যাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ভোর থেকেই বাস ও রেলস্টেশন এবং লঞ্চ টার্মিনালে ভীড় করছেন যাত্রীরা। তবে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় রেলস্টেশনে ভিড় কম। সকালের ট্রেনগুলোও ছেড়ে গেছে নির্ধারিত সময়ে। ঈদযাত্রায় খুশি যাত্রীরা।






