কিংস অ্যারেনার আন্তর্জাতিক অভিষেকের দিনটা রাঙাতে পারেনি বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ কিছু সুযোগ হাতছাড়া করে গোল শূন্য ড্র করেছে জামাল ভূঁইয়ার দল। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে নামবে লাল-সবুজের দল। সিরিজ নির্ধারণী ম্যাচে দুদলেরই সমান সুযোগ দেখছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূইয়া।
বুধবার বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় অনুশীলন শেষে জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমরা একটি ভালো জায়গায় আছি, একটি ইতিবাচক মনোভাবও আছে। সাফে আমরা সবাই ভালো পারফর্ম করছিলাম। আমি মনে করি, দল আগের চেয়ে এখন অনেক ভালো অবস্থানে আছে। আফগানিস্তানের বিপক্ষে আমাদের কঠিন ম্যাচ হবে।’
‘প্রথম ম্যাচে আমরা ভালো সুযোগ পেয়েছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি। আফগানিস্তানও সুযোগ পেয়েছিল, কিন্তু ওরাও সুযোগ কাজে লাগাতে না পেরে হতাশ। ভেবেছিল প্রথম ম্যাচ ওরা জিতবে, কিন্তু আমরা ড্র করেছিলাম। কালকের ম্যাচটি ফিফটি-ফিফটি হবে। আমরা যে সুযোগ পাবো তা কাজে লাগাবো।’
দ্বিতীয় ম্যাচ সামনে রেখে খুব বেশি কথা বলেননি বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। শুধু জানিয়েছেন, ‘আগামীকাল অনেক বড় ম্যাচ, সবাই অনুশীলনে বেশ সময় কাটিয়েছে। সামনের ম্যাচের জন্য দল বেশ প্রস্তুত। সবাই ভালো রয়েছে।’
‘ফিফা টায়ার-১’ এ আফগানিস্তানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে গোল শূন্য ড্র হয়। আগামীকাল বিকাল ৫ টায় দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ ও আফগানিস্তানের প্রথম ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে নাম লেখায় বসুন্ধরার মাঠ কিংস অ্যারেনা।
বিজ্ঞাপন