পহেলা জুলাই থেকে ব্যাংক ঋণের সুদ হার সর্বোচ্চ ৯ শতাংশ আর থাকছে না, এর বদলে বাজার ভিত্তিক সুদহার চালু করছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাড়তে চলেছে ব্যাংক ঋণের সুদের হার। ৬ মাসের জন্য ঘোষিত নতুন মুদ্রানীতির ফলে আসছে এ পরিবর্তন।
আজ ১৮ জুন রোববার বেলা তিনটায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এই ঘোষণা করেন।
তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেপো হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানো হয়েছে। এতে রেপো হার ৬ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬ দশমিক ৫০ শতাংশ হবে।
তিনি আরও বলেন, ৬ মাসের জন্য সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করে ব্যাংকের জন্য সর্বোচ্চ সুদহার ১০ দশমিক ১ শতাংশ আর আর্থিক প্রতিষ্ঠানের জন্য ১২ দশমিক ১ শতাংশ ঠিক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
তবে ক্ষুদ্র ও মাঝারী শিল্পের জন্য সুদহার হবে ১১ দশমিক ১ শতাংশ আর ভোক্তাঋণের জন্য এটা হবে ১৩ দশমিক ১ শতাংশ।
বিজ্ঞাপন