বাংলাদেশে আসা আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। উপহার দিয়েছেন অটোগ্রাফসহ আলবিসেলেস্তে জার্সি।
সোমবার ভোরে ঢাকায় পা দেয়া গোলরক্ষক দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পান। সেসময় প্রধানমন্ত্রীর হাতে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি উপহার তুলে দেন মার্টিনেজ। জার্সিতে বিশ্বকাপজয়ী গোলরক্ষকের অটোগ্রাফ দৃশ্যমান। মুহূর্তটিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যামেরাবন্দি হন হাস্যোজ্জ্বল এমি।
আলবিসেলেস্তে তারকাকে বহনকারী উড়োজাহাজ সোমবার ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে রাজধানীর একটি হোটেলে নেয়া হয় এমিকে।
পরে পৃষ্ঠপোষক ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নেন মার্টিনেজ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।







