বিশ্বকাপে আলো ছড়িয়েছেন আর্জেন্টাইন মিড ফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। প্রিমিয়ার লিগে ব্রাইটনের হয়েও দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। মৌসুম শেষে নিজের নতুন গন্তব্য হিসেবে বাছাই করে নিলেন ইংলিশ জায়ান্ট ক্লাব লিভারপুলকে। পাঁচ বছরের চুক্তিতে এনফিল্ডে যোগ দিচ্ছেন তিনি।
ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, অ্যানফিল্ডে দীর্ঘমেয়াদী চুক্তি করেছেন অ্যালিস্টার। শারীরিক পরীক্ষা শেষ হওয়ার পর অর্থের পরিমাণ নির্ধারণ হবে। আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে তার শারিরিক পরীক্ষা সম্পন্ন হবে।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ব্রাইটনের হয়ে ৪০ ম্যাচ খেলেছেন অ্যালিস্টার। গোল করেছেন ১২ টি, করিয়েছেন ৩টি।








