শিল্প সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক আড্ডা মঙ্গল সমাবেশের ৫০ তম পর্ব অনুষ্ঠিত

শিল্প সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক আড্ডা মঙ্গল সমাবেশের ৫০ তম পর্ব হয়েছে। রাজধানীর পাঠক সমাবেশ কেন্দ্রে ৫০তম পর্বের বিশেষ আয়োজনে অতিথি ছিলেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যমব্যক্তিত্ব শাইখ সিরাজ। কথাসাহিত্যিক স্বকৃত নোমান এবং মোজাফফর হোসেনের পরিচালনায় পাঠক-দর্শকনন্দিত এ আয়োজনে স্বাধীনতাপরবর্তী বাংলাদেশের কৃষি উন্নয়ন, টেলিভিশনজগতসহ আগামীর বাংলাদেশ নিয়ে নানা কথা তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

শাইখ সিরাজশিল্পসংস্কৃতিসাহিত্য