সত্তা’র গানে ‘সেরা গীতিকার’ সোহানী

গেল বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় আলোচিত ছবি ‘সত্তা’। যে ছবির মাধ্যমে ঢাকাই সিনেমায় গৎবাধা চরিত্রের খোলস ছেড়ে বেরিয়ে এসেছিলেন তারকা অভিনেতা শাকিব খান। আর এই ছবির তুমুল জনপ্রিয়তা পাওয়া একটি গানের জন্য দুবাইয়ে ‘সেরা গীতিকার’-এর পুরস্কার পেলেন সোহানী হোসেন।

গেল বছরের শুরুর দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবি ‘সত্তা’। ছবি মুক্তির আগেই দর্শক শ্রোতা মহলে তুমুল জনপ্রিয়তা অর্জন করে ছবির গানগুলো। বিশেষ করে ছবিতে ব্যবহৃত গুরু খ্যাত রকস্টার জেমসের গাওয়া ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’ গানটি সবার মুখে মুখে ছড়িয়ে যায়। ইউটিউবেও গানটির কোটি ভিউয়ার্স ছাড়িয়ে গেছে বহু আগে। আর এই গানের জন্য দুবাইয়ে অনুষ্ঠিত ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ২০১৮’-তে শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার অর্জন করেছেন সোহানী হোসেন।

দুবাই থেকে এমন তথ্যই জানালেন ‘সত্তা’র নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, সত্তার সবচেয়ে হিট গান জেমসের গাওয়া ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’-এর জন্য দুবাইয়ে আয়োজিত ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড’-এর সেরা গীতিকারের পুরস্কার গ্রহণ করেছেন সোহানী হোসেন। এটা আমাদের সত্তা টিমের জন্য আনন্দের খবর।

‘দুই বাংলার সুরের মহামিলন-এ ভাসবে আলোর শহর’-এই স্লোগানে গত শুক্রবার(১৬ নভেম্বর) সন্ধ্যায় দুবাইয়ে বসে ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড-২০১৮’-এর আসর। যেখানে উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা। আর এখানেই সোহানী হোসেনের হাতে সেরা গীতিকারের পুরস্কার তুলে দেন আয়োজকরা।

মীরাক্কেল খ্যাত মীরের উপস্থাপনায় দুবাইয়ে অনুষ্ঠিত সংগীতের এই বিশাল উৎসবে আজীবন সম্মাননা জানানো হয় কিংবদন্তি সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়কে। পুরস্কার প্রদান ও সম্মাননা জানানোর পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা।

দুবাইলিড বিনোদনশাকিব খানসত্তাহাসিবুর রেজা কল্লোল