ভারতীয় ড্রেসিংরুমে স্বস্তি ফিরেছে। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই অধিনায়ক বিরাট কোহলিকে পাচ্ছে টিম ইন্ডিয়া। রোববার দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোহলিকে সাউথ আফ্রিকা ম্যাচের জন্য ফিট ঘোষণা করা হয়েছে।
শনিবার অনুশীলনে ক্যাচ প্র্যাকটিসের সময় আঙুলে ব্যথা পান কোহলি। সঙ্গে সঙ্গেই ফিজিও এসে ব্যথা কমার জন্য স্প্রে করেন। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ইনজুরির শঙ্কা কাটিয়ে রোববার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন কোহলি।
আগামী ৫ জুন সাউথ আফ্রিকা ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। ১৯৮৩ ও ২০১১ সালের চ্যাম্পিয়নরা এবার তৃতীয় শিরোপার জন্য ইংল্যান্ডে পা রেখেছে।
বিজ্ঞাপন