চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

দীর্ঘ দাম্পত্যের রহস্য জানালেন অমিতাভ!

KSRM

জয়া বচ্চন এবং অমিতাভের আজ ৫০ তম বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনে অমিতাভ তার ব্লগে ছোট একটি পোস্ট লিখেছেন। আর এই দম্পতির মেয়ে শ্বেতা বচ্চন জানিয়েছেন তাদের দীর্ঘ দাম্পত্যের রহস্য!

শুক্রবার রাতে অমিতাভ লিখেছেন, আর কিছুক্ষণ পরেই ৩ জুনের ভোর হবে। আর ৫০ বছর হিসেবে হিসেব করা হবে। আমাদের এভাবে সম্মান ও ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।

Bkash July

বাবা-মায়ের বিবাহবার্ষিকীতে শ্বেতা বচ্চন একটি পোস্ট শেয়ার করেছেন। সাদাকালো একটি ছবি শেয়ার করে শ্বেতা লিখেছেন, ৫০-এর শুভেচ্ছা বাবা-মা। আপনারা এখন ‘গোল্ডেন’। একবার জিজ্ঞেস করেছিলাম দীর্ঘ দাম্পত্যের রহস্য সম্পর্কে। মা উত্তর দিয়েছেন, ‘ভালোবাসা’। বাবার উত্তর, ‘বউয়ের কথাই সব সময় ঠিক।’

অমিতাভকে দেখা যাবে ‘প্রজেক্ট কে’-তে। ছবিতে আরও আছেন দীপিকা ও প্রভাস। এছাড়াই ‘সিলেকশন এইটিফোর’ ছবিতেও দেখা যাবে অভিনেতাকে। অন্যদিকে জয়াকে দেখা যাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। ছবিতে আছেন আলিয়া, রণবীর সিং, শাবানা আজমি ও ধর্মেন্দ্র। ২৮ জুলাই মুক্তি পাবে ছবিটি।

Reneta June

সূত্র: হিন্দুস্তান টাইমস 

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View