ভারতের মনিপুরে অমিত শাহ’র সফর ঘিরে নতুন করে সংঘর্ষ

ভারতের মনিপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ’র সফর ঘিরে নতুন করে সংঘর্ষে সোমবার এক পুলিশসহ কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। মনিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং রোববার জানান, রাজ্যটিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সহিংসতায় ৪ দিনে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। পরিস্থিতি শান্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ’র তিনদিনের সফরে মনিপুর যাওয়ার কথা রয়েছে।