বার্সেলোনার তারকা উইঙ্গার লামিন ইয়ামাল এখন আলোচনার তুঙ্গে। মাঠ ও মাঠের বাইরে সব আলো নিজের করে নিচ্ছেন ১৭ বর্ষী তারকা। তিনি খেলায় মুগ্ধতা ছড়িয়েছেন, বিশ্বব্যাপী তার হয়েছে অনেক শুভাকাঙ্খী। এবার ডোমিনিকান গায়ক এল আলফার কাছ থেকে উপহার পেয়েছেন একটি হিরার নেকলেস। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ৫ কোটি টাকা।
গ্রীষ্মের অবসরে বেশ ফুরফুরে সময় কাটাচ্ছেন লামিন ইয়ামাল। বন্ধুদের সাথে ঘুরেও বেড়াচ্ছেন। সম্প্রতি দেখা করেছেন বার্সেলোনার হয়ে ট্রেবল জয়ী ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের সাথে।
ডোমিনিকান গায়ক এল আলফা নেকলসটি সম্পর্কে বলেন, ‘বিশ্বের সেরা হীরার নেকলেসটি ফুটবলারের জন্য। তিনি ফুটবলে আসার পর সেরা খেলাটিই দেখিয়েছেন। নেকলেসটি ডিজাইন করেছেন বিশ্বের জনপ্রিয় জুয়েলার ভিক্টর রদ্রিগেজ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তাজিয়া ডায়মন্ড স্টোরটি তার।’
স্পেন জাতীয় দলের হয়ে লামিন ২০২৪ সালে ইউরো জেতেন। কাতালান ক্লাবটির গুরুত্বপূর্ন নাম ইয়ামাল। গত মৌসুমে বার্সার হয়ে লা-লিগা, কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কোপা জিতে দলে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন এ তারকা উইঙ্গার।







