চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ডিভোর্স চাইলেন আলভেজের স্ত্রী

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়ে হাজতে আছেন। একই ঘটনায় কয়েকদিন আগে ক্লাবছাড়াও হয়েছেন দানি আলভেজ। মেক্সিকান ক্লাব পুমাসের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর আরও বড় ধাক্কায় ব্রাজিলিয়ান তারকা। এবার ডিভোর্স চাইলেন তার স্ত্রী জোয়ানা সানজ।

স্পেনের ব্রায়ান্স-২ কারাগারে বন্দী আছেন আলভেজ। সেলেসাও ডিফেন্ডারকে গ্রেপ্তারের পর থেকে ভেঙে পড়েছেন জোয়ানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলভেজের সঙ্গে থাকা ছবিগুলো মুছে ফেলেছেন।

Bkash July

স্বামীর অন্য নারীর সঙ্গে জড়ানোর বিষয়টি মানতে পারছেন না স্প্যানিশ মডেল। সমঝোতার ভিত্তিতে ডিভোর্স চেয়েছেন। স্প্যানিশ একটি ‘টিভি শো’র বরাতে জানিয়েছে ক্রীড়াভিত্তিক গণমাধ্যম মার্কা।

স্প্যানিশ সাংবাদিক লেটিসিয়া রেকুয়েজো বলেছেন, ‘আলভেজের দোষ থাকুক কিংবা না থাকুক, তা নিয়ে মাথাব্যথা নেই সানজের। আলভেজকে রক্ষা করতে শুরুতে জোয়ানা যে সাক্ষ্য দিয়েছিলেন, তার জন্য আফসোসও করছেন তিনি। মূলত আলভেজের আইনজীবীর চাপে পড়ে এমন বক্তব্য দিয়েছিলেন সানজ।’

Labaid
BSH
Bellow Post-Green View