চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ম্যানসিটিতে চুক্তি বাড়ালো বিশ্বকাপজয়ী আলভারেজ

২০২২ থেকেই ম্যানচেস্টার সিটির জার্সিতে খেলছেন বিশ্বকাপ জয়ী হুলিয়ান আলভারেজ। সিটি ফরোয়ার্ড আর্লিং হালান্ডের পজিশনে খেলায় শুরুর একাদশে কম দেখা যায় আর্জেন্টাইন তারকাকে। সে কারণে অবশ্য গুঞ্জন উঠেছিল জায়ান্ট ক্লাবটি ছেড়ে যাচ্ছেন তিনি। তবে সব গুঞ্জন উড়িয়ে সিটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন আলবিসেলেস্তে তারকা।

আলভারেজকে দলে রাখতে নতুন চুক্তি প্রস্তাব করে প্রিমিয়ার লিগ জায়ান্ট ক্লাবটি। সেই চুক্তিতে স্বাক্ষর করেছেন আলভারেজ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে থাকছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

Bkash July

সিটির জার্সিতে হালান্ডের দুর্দান্ত ফর্মের কারণে সিটির একাদশে সুযোগ হচ্ছে না আলভারেজের। চলতি মৌসুমে এখন পর্যন্ত খেলেছেন ৩৩টি ম্যাচ। গোল করেছেন ১০টি।

২০২২ সালের জানুয়ারিতে একবছরের চুক্তিতে রিভারপ্লেট থেকে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান আলভারেজ। সিটির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন প্রায় পাঁচ বছর। সেই সঙ্গে বেড়েছে বেতনও।

Reneta June

চুক্তি নবায়নকে গর্বের সঙ্গেই দেখছেন আলভারেজ। বলেছেন, ‘এটা আমার এবং আমার পরিবারের জন্য খুবই গর্বের ব্যাপার। সিটি আমার ওপর অনেক ভরসা করেছে যেটা সত্যিই দুর্দান্ত। প্রথম মৌসুমে আমি এখানে অনেক খুশি। আমার আরও অনেক কিছু আছে ক্লাবকে দেয়ার মতো। আমি জানি আমি আরও ভালো করতে পারবো। সিটিকে আমার প্রতিভার সবটুকু উজাড় করে দিতে পারবো।’

Labaid
BSH
Bellow Post-Green View