চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থেকে জাবি শিক্ষার্থীর মৃত্যু

 

হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থেকে মৃত্যুর কাছে হার মানলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের (৫০ ব্যাচ) শিক্ষার্থী ফাবিহা আফিফা ওরফে সৃজনী। 

Bkash

রোববার ৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ফাবিহার মৃত্যু হয়।

জানা যায়, গত ১ সেপ্টেম্বর  রাজধানীর পূর্বাচলের নিজ বাসা থেকে ছোট বোনকে সঙ্গে নিয়ে ৩০০ ফিট এলাকায় যান ফাবিহা।  সেসময় পেছন থেকে একটি ট্রাক আসতে দেখে ফাবিহা ছোট বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু নিজে সরে যেতে পারেননি। ট্রাকের ধাক্কায় সড়ক বিভাজকের ওপর ছিটকে পড়েন তিনি। এতে মাথায় প্রচণ্ড আঘাত পান ফাবিহা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ সেপ্টেম্বর রোববার তার মৃত্যু হয়।

Reneta June

বিষয়টি চ্যানেল আইকে নিশ্চিত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন।

 

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View