এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আনুষ্ঠানিক ঘোষণাটাই কেবল বাকি ছিল। রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে সেটা জানিয়ে দিল, লস ব্লাঙ্কোসদের কোচ হলেন জাভি আলোনসো। তিন বছরে চুক্তিতে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির উত্তরসূরি হলেন স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক।
শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে কার্লো আনচেলত্তিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায় রিয়াল মাদ্রিদ। পরেরদিন রোববার বিবৃতিতে আলোনসোকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়ার কথা জানিয়েছে রিয়াল। আগামী জুন থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৩ বর্ষী আলোনসো।
সোমবার স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটায় আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে আলোনসোকে সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেবে রিয়াল। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ প্রোটোকল স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন আলোনসোকে। সেখানে তিনি পরবর্তী তিন মৌসুমের জন্য ক্লাবের সাথে চুক্তিতে স্বাক্ষর করবেন। পরে মাদ্রিদের হয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন আলোনসো।








