বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা খসড়া অনুমোদন হয়েছে। এখন থেকে বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের যারা বছরে ১৫ হাজার টাকার কম আয় করেন তারা এই ভাতা পাবেন।
আজ ১ এপ্রিল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।
নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের যারা বছরে ১৫ হাজার টাকার কম আয় করেন তারা এই ভাতা পাবেন। আগে এই আয়ের পরিমাণ ছিল ১২ হাজার টাকা।
ভাতার জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনেই মোবাইল ব্যাংকিং মাধ্যমে এই অর্থ দেওয়া হবে। প্রতি মাসে ৫৫০ টাকা করে ৫ লাখ ৭৫ হাজার জনকে এই ভাতা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯৮-৯৯ সালে বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের জন্য ভাতা কর্মসূচির সূচনা করেছিলেন। বর্তমানে ২৫ লাখ ৭৫ হাজার জন নারীকে এই ভাতা দেওয়া হচ্ছে।








