বিয়ের আড়াই মাসের মাথায় মা হওয়ার সংবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সোমবার সকালে ইনস্টাগ্রামে এই খবর ভক্ত অনুরাগীদের সাথে ভাগ করেন তিনি। যার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন রণবীর-আলিয়া দম্পতি!
এরই মাঝে সামনে আসছে সন্তান নিয়ে আলিয়ার করা বেশ কিছু পুরনো মন্তব্য! হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলেছে, ২০১৯ সালে দেওয়া এক সাক্ষাৎকার ইউটিউবে আছে, যেখানে আলিয়ার ঘনিষ্ঠ বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জনও রয়েছেন। সেখানে আলিয়ার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, কয়টি সন্তান নিতে চান তিনি? যার উত্তরে আলিয়া বলেছিলেন, ‘দুই ছেলে’।

হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপকালে আলিয়া ভাট বিয়ে প্রসঙ্গে বলেছিলেন এভাবে, ‘আমি সব সময় বিশ্বাস করি, বাচ্চা নেওয়ার জন্যই বিয়ে করব। যদি আমি মনে করি, এই সময় আমি সন্তান নিতে চাই এবং সন্তান ধারণের জন্যও প্রস্তুত, তবেই আমি বিয়ে করব।’
বিজ্ঞাপন
চলতি বছরের এপ্রিল মাসের ১৪ তারিখ বিয়ে করেন আলিয়া আর রণবীর। এটি বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত বিয়েগুলোর একটি ছিল।
সামনেই রণবীর এবং আলিয়ার নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাচ্ছে। তা নিয়েও ভক্তদের মধ্যে উত্তেজনা কম নয়। সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে আলিয়ার মা হওয়ার খবর। –হিন্দুস্তান টাইমস