পাকিস্তানি অন্যতম সুফি রক ব্যান্ড ‘জুনুন’, যেটি ১৯৯০ সালে গঠিত হয়। ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন লিড গিটারিস্ট সালমান আহমাদ। পাকিস্তানের সবচেয়ে সফল ব্যান্ড এবং কিউ ম্যাগাজিনের মতে জুনুন ‘পৃথিবীর অন্যতম বৃহৎ একটি ব্যান্ড’! যার বহু গান বাংলাদেশি শ্রোতাদর্শকদের কাছেও বেশ জনপ্রিয়।
এবার এলো সেই সুফি ব্যান্ডটির গান ঢাকায় সরাসরি বসে উপভোগ করার সুযোগ! যদিও ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট মাতিয়ে গেছে এই ব্যান্ডটি। তার প্রায় অর্ধ যুগ পর আবারও এসেছে সেই সুযোগ।
আগামী ২ মে ‘জুনুন’-এর আলী আজমাত ঢাকার মঞ্চে আবারও আসছেন! ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আলী আজমাত লাইভ ইন কনসার্ট।
এএসএসইইন-এর আয়োজনে, এই কনসার্ট হবে একটি ঐতিহাসিক রাত, যেখানে দর্শকরা উপভোগ করবেন সাইওনি, গারাজ বারাস, নিন্দ আতি নাহিসহ আরও বহু কিংবদন্তি গান। ঈদ উল ফিতরের আগে টিকেট কিনলেই বিশেষ ছাড় দিয়েছে আয়োজকরা!








