চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সেমিতে আলকারাজকে পেলেন জোকোভিচ

KSRM

ছেলেদের এককে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লাম জয়ের পথে আর মাত্র দুই জয় দরকার নোভাক জোকোভিচের। কোয়ার্টারে রাশিয়ার কারেন খাচানোভকে হারানোর পর সেমিতে প্রতিপক্ষ পেয়েছেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কার্লোস আলকারাজকে। স্টেফানো সিৎসিপাসকে হারিয়ে সেমিতে পা রাখেন আলকারাজ।

কোয়ার্টারে রাশিয়ার খাচানোভের বিপক্ষে প্রথম সেটে ৪-৬ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন জোকোভিচ। দ্বিতীয় সেটেও ছিল পিছিয়ে যাওয়ার ঝুঁকি। টাইব্রেকারে জেতেন ৭-৬ (৭-০) ব্যবধানে। পরের দুই সেটে ৬-২, ৬-৪ ব্যবধানে জিতে শেষ চারে পা রাখেন জোকো।

Bkash July

অন্য ম্যাচে, স্টেফানো সিৎসিপাসের বিপক্ষে দাপট দেখিয়েছেন ২০ বর্ষী স্প্যানিয়ার্ড আলকারাজ। তিন সেটেই আসে ফল। প্রথম দুই সেটে সিৎসিপাসকে হারান ৬-২, ৬-১ ব্যবধানে। তৃতীয় সেটে টাইব্রেকারে হারান ৭-৬ (৭-৫) ব্যবধানে।

শুক্রবার সেমির লড়াইয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন আলকারাজের মুখোমুখি হবেন জোকোভিচ। ফাইনালের আগে আরও একজন বড় তারকার বিদায় দেখবে ফ্রেঞ্চ ওপেন।

Reneta June

বিজ্ঞাপন