এই খবরটি পডকাস্টে শুনুনঃ
উইম্বলডনের ফাইনালে কার্লোস আলকারাজের সাথে পেরে উঠলেন না নোভাক জোকোভিচ। শিরোপা নির্ধারণী ম্যাচে কিংবদন্তিকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের মুকুট পরলেন স্পেন তারকা।
সেন্টার কোর্টে রোববার রাতে ৩৭ বর্ষী জোকোভিচকে ৬-২, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে হারিয়েছেন আলকারাজ। তাতে ২৫তম গ্র্যান্ড স্লাম জয় পেছাল জোকোভিচের। নিখুঁত পারফরম্যান্সে ছড়ি ঘুরিয়ে ক্যারিয়ারে চতুর্থ গ্র্যান্ড স্লাম জিতে নেন ২১ বর্ষী আলকারাজ।
জয়ে রেকর্ডও গড়েছেন আলকারাজ। প্রথম স্পেনিয়ার্ড হিসেবে টানা দুবার উইম্বলডনে চ্যাম্পিয়ন হলেন, সবমিলিয়ে নবম। একই বছরে ফরাসি ওপেন ও উইম্বলডন জেতার খেতাবও গড়লেন তিনি।
শিরোপামঞ্চে প্রথম দুই সেটে হেরে পিছিয়ে পড়েন জোকোভিচ, ৬-২, ৬-২ ব্যবধানে। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান। সেট টাইব্রেকারে গড়ায়। সেখানে আর পারেননি। হেরে যান ৭-৪ ব্যবধানে।







