চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পেলের স্বাস্থ্যের অবস্থার উন্নতি

কিংবদন্তি পেলেকে নিয়ে মিলল স্বস্তির খবর। ডাক্তাররা জানিয়েছেন, ৮২ বর্ষী মহাতারকা ফুটবলারের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পেলে। সাংবাদিকদের চিকিৎসকরা বলেছেন, তার শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসা চলছে। পূর্ণ জ্ঞান রয়েছে এবং শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে।

Bkash July

বিবৃতিতে চিকিৎসকরা বলেছেন, রোগীর শ্বাসযন্ত্রের যে সংক্রমণ হয়েছিল, সেটির পরিধানযোগ্য উন্নতি হয়েছে।

গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে পেলে জানিয়েছিলেন, বিশ্বকাপের শেষ ষোলোর ব্রাজিল-সাউথ কোরিয়া ম্যাচটি তিনি হাসপাতাল থেকেই দেখেছেন। অসুস্থ অবস্থাতেই সেলেসাওদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানাতে যেটি ছিল তার আবেগের বহিঃপ্রকাশ।

Reneta June

সাউথ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। খেলা শেষে নেইমাররা কিংবদন্তির ১৯৭০ বিশ্বকাপ জয়ের সময়কার দুর্দান্ত একটি ছবিসহ মাঠে একটি ব্যানার উন্মোচন করেছিলেন। লেখা ছিল: পেলে!

ISCREEN
BSH
Bellow Post-Green View