চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বেনজেমা রিয়ালকে জানিয়ে দিয়েছেন সৌদি যাচ্ছেন?

রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমাকে দলে টানতে মরিয়া সৌদি ক্লাব আল ইত্তিহাদ, এমন খবর এসেছে আগেই। এবার জোরাল হল সেই আলোচনা। সৌদি প্রো লিগে খেলতে নাকি আগ্রহী ফরাসি ফরোয়ার্ডও। ক্লাবটির সঙ্গে চুক্তির কার্যক্রমও শেষ পর্যায়ে, রিয়াল মাদ্রিদকে জানিয়েও দিয়েছেন মধ্যপ্রাচ্যে ক্যারিয়ার শুরুর ইচ্ছার কথা। এসব জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।

চলতি জুনে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ৩৫ বর্ষী ফরোয়ার্ডের। সান্তিয়াগো বার্নাব্যুতে করিম বেনজেমা আরও এক মৌসুম কাটাবেন, গত মাসে এমন আশা ছিল রিয়ালের দিক থেকে আসা বক্তব্যে।

এরমাঝেই আল ইত্তিহাদ থেকে দারুণ প্রস্তাবটি পান ২০২২ সালে ব্যালন ডি’অর জয়ী বেনজেমা। দুবছরের চুক্তিতে লস ব্লাঙ্কোস তারকাকে দলে টানতে ৪০০ মিলিয়ন ইউরোয় চুক্তি করার প্রস্তাব দেয় ক্লাবটি। সেই চুক্তি এখন কাগজে-কলমে সম্পন্ন হতে চলেছে।

লা লিগায় বার্সেলোনার কাছে অনেক আগেই শিরোপা হারিয়েছে লস ব্লাঙ্কোস দল। এ মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের লিগে আর একটি ম্যাচ বাকি। ৪ জুন তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিক ক্লাব। রিয়াল জার্সিতে এটিই হতে পারে ৩৫ বর্ষী বেনজেমার শেষ ম্যাচ।