তিনদিনের ছুটি নিয়ে এক মাসেরও বেশি সময় আঁখি খাতুন বাফুফে ক্যাম্পে না ফেরায় চলে বিস্তর আলোচনা। অবশেষে ক্যাম্পে ফিরে ডালপালা মেলা সব গুঞ্জনের অবসান করেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সেন্টারব্যাক।
চিঠি দিয়ে আঁখিকে সতর্ক করা হয়েছিল বলেও ফুটবল পাড়ায় খবর হয়। দীর্ঘ সময় ক্যাম্পে না থাকার কারণ দর্শানো চিঠির জবাব না দেয়ায় তার ক্যাম্পে ফেরা নিয়েও শঙ্কার কথা ওঠে। গণমাধ্যমে আসা এমনসব খবরের ঝড় থেমে পরিস্থিতি আপাতত শান্ত।
নানা খবরের পিঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের অসুস্থতার বিষয়টি জানিয়ে পোস্ট করেন আঁখি। সাফজয়ী ফুটবলার তার মায়ের বর্তমান অবস্থা না জেনে ও মতামত না নিয়ে যেকোনো ধরনের খবর প্রকাশ থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছিলেন।
বুধবার বাফুফে ভবনে ঢুকতেই হাস্যোজ্জ্বল মুখে দেখা মিলল আঁখির। জাতীয় দলের সেন্টারব্যাক জানালেন সর্বশেষ অবস্থা। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে বললেন, ‘আলহামদুলিল্লাহ। আমার মা এখন সুস্থ আছেন। অনেকদিন পর ক্যাম্পে এসে ভীষণ আনন্দ লাগছে।’
গত ২৩ ফেব্রুয়ারি ক্যাম্পে যোগ দেয়ার পর আঁখি সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন। জিমে ফিটনেস ঠিক রাখার কাজটাও ঠিকঠাক সেরে নিচ্ছেন।
২০২৪ প্যারিস অলিম্পিকের মেয়েদের ফুটবলে এশিয়া অঞ্চলের বাছাইপর্বে মিয়ানমার, ইরান ও মালদ্বীপের বিপক্ষে খেলবে বি-গ্রুপে থাকা বাংলাদেশ। বাছাইপর্বের খেলাগুলো ৩ এপ্রিল শুরু হয়ে ১১ এপ্রিল শেষ হবে। মিয়ানমারে হবে গ্রুপের খেলাগুলো।
মিয়ানমারেই টোকিও অলিম্পিকের বাছাইপর্ব খেলেছিলেন বাঘিনীরা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী আঁখি, ‘আমাদের দেশের মতোই ওখানকার আবহাওয়া, গরম থাকে। মানিয়ে নিতে তাই অসুবিধা হবে না।’








